logo

স্টার-আনন্দ সেরা বাঙালি অ্যাওয়ার্ড পেলেন মাহ্বুবুর রহমান

কিশোর পাশা
বিশ্বের যে কোনো প্রান্তের কোনো বাঙালি যদি তাঁর কর্ম দ্বারা স্বমহিমায় উজ্জ্বল রূপে প্রতিষ্ঠিত হন, সেক্ষেত্রে বাঙালি হিসেবে আমাদের মাথা উঁচু হয়ে যায়। আমরা গর্বভরে তাঁর নাম উচ্চারণ করতে পারি; বলতে পারি, তিনি বাঙালি, তিনি আমার জ্ঞাতি ভাই, আমার আত্মার কাছাকাছি কেউ। এমন প্রতিভাবান বাঙালি, যাঁরা বিশ্বে বাঙালি সমাজের মাথা উঁচু করেছেন তাঁদের সম্মানিত করছে স্টার-আনন্দবাজার গ্র“প।
দশটি ক্ষেত্রে এই সম্মাননা প্রদান করা হয়ে থাকে। এবার এ সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশের শিল্পী মাহ্বুবুর রহমান। তিনি চিত্রকলায় এ বছর ‘স্টার-আনন্দ সেরা বাঙালি’ পুরস্কারের জন্য মনোনীত হন। ২২ জুলাই কলকাতার বিজ্ঞাননগরীতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দশ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরো যাঁরা পুরস্কার পেয়েছেন তাঁরা হলেন – সাহিত্যে অমিতাভ ঘোষ, নির্দেশনায় অপর্ণা সেন, আজীবন সম্মাননা অশোক সেন, অভিনয়ে প্রসেনজিৎ, নতুন মুখ বিভাগে অনুপম রায়, বিজ্ঞানে শশিনী ঘোষ, ক্রীড়ায় রাহুল বন্দ্যোপাধ্যায় এবং সংগীতে জিৎ গাঙ্গুলি।
আন্তর্জাতিক খ্যাতনামা শিল্পী যোগেন চৌধুরীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন মাহ্বুবুর রহমান। বাংলাদেশিদের ভেতর এর আগে এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।

Leave a Reply