সুবীর চৌধুরী (১৯৫৩-২০১৪)
বাংলাদেশের শিল্প ও শিল্পীর সম্পাদকমণ্ডলী গভীরভাবে শোকাহত। গত ৩০ জুন (২০১৪) সকালে সিডনির ওয়েস্টমিড হাসপাতালে শিল্পী ও অসামান্য এক সংগঠক, বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস্-এর পরিচালক ও বেঙ্গল ফাউণ্ডেশনের অন্যতম ট্রাস্টি সুবীর চৌধুরী পরলোকগমন করেছেন। তিনি মস্তিষ্কের শিরায় ক্যান্সারজনিত জটিলতায় ভুগছিলেন ।
সুবীর চৌধুরী এদেশের চিত্রকলাকে সঞ্জীবিত ও চিত্রের সৃজনভূমিতে নবীন মাত্রা সঞ্চারের উদ্দেশ্যে সর্বদা বহুমুখিন কর্মে ব্যাপৃত ছিলেন। তাঁরই প্রযতেœ বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস্ দেশে ও বিদেশে সমকালীন শিল্পীদের অগণিত প্রদর্শনী করেছে। এছাড়া তাঁর সুষ্ঠু ব্যবস্থাপনায় দেশে ও বিদেশে আর্ট ক্যাম্প হয়েছে। এই সকল আর্ট ক্যাম্প শিল্পীদের সৃজন উদ্যানকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি ভাবের আদান-প্রদানে সহায়ক ভূমিকা রেখেছে।
তাঁরই উদ্যোগে বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস্-এর সঙ্গে বিশ্বের খ্যাতনামা গ্যালারিগুলোর পারস্পরিক সহযোগিতার সম্পর্ক গড়ে উঠেছে।
তিনি শিল্প ও শিল্পীর সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন। সম্পাদকমণ্ডলী বেদনাহতচিত্তে তাঁকে স্মরণ করছে। তাঁর মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবে না।
- ঠিকানা
- সপ্তম বর্ষ । দ্বিতীয় সংখ্যা । আশ্বিন ১৪২৫ । October 2018
- পুরানো সংখ্যা
- সপ্তম বর্ষ । প্রথম সংখ্যা । পৌষ ১৪২৪ । December 2017
- ষষ্ঠ বর্ষ । দ্বিতীয় সংখ্যা । বৈশাখ ১৪২৩ । May 2017
- ষষ্ঠ বর্ষ । প্রথম সংখ্যা । কার্তিক ১৪২৩ । November 2016
- পঞ্চম বর্ষ । দ্বিতীয় সংখ্যা । বৈশাখ ১৪২৩ । May 2016
- পঞ্চম বর্ষ । প্রথম সংখ্যা । অগ্রহায়ন ১৪২২ । November 2015
- চতুর্থ বর্ষ । দ্বিতীয় সংখ্যা । আষাঢ় ১৪২২ । June 2015
- তৃতীয় বর্ষ । চতুর্থ সংখ্যা । কার্তিক১৪২১ । November 2014
- তৃতীয় বর্ষ । তৃতীয় সংখ্যা । আষাড় ১৪২১ । July 2014
- তৃতীয় বর্ষ । দ্বিতীয় সংখ্যা । ফাল্গুন ১৪২০ । February 2014
- তৃতীয় বর্ষ । প্রথম সংখ্যা । কার্তিক ১৪২০ । Novembeer 2013
- দ্বিতীয় বর্ষ । চতুর্থ সংখ্যা । শ্রাবণ ১৪২০ । July 2013
- দ্বিতীয় বর্ষ । তৃতীয় সংখ্যা । বৈশাখ ১৪২০ । April 2013
- দ্বিতীয় বর্ষ । দ্বিতীয় সংখ্যা । পৌষ ১৪১৯ । January 2013
- দ্বিতীয় বর্ষ । প্রথম সংখ্যা । আশ্বিন ১৪১৯ । September 2012
- প্রথম বর্ষ । চতুর্থ সংখ্যা । জ্যৈষ্ঠ ১৪১৯ । May 2012
- প্রথম বর্ষ । তৃতীয় সংখ্যা । ফাল্গুন ১৪১৮ । February 2012
- প্রথম বর্ষ । দ্বিতীয় সংখ্যা । অগ্রহায়ন ১৪১৮ । November 2011
- প্রথম বর্ষ । প্রথম সংখ্যা। ভাদ্র ১৪১৮ । August 2011