চিত্রকলা ও সংস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক শিল্প ও শিল্পীর দ্বিতীয় বর্ষ চতুর্থ সংখ্যা প্রকাশিত হলো। শিল্পের সমকালীন যাত্রায় পত্রিকাটি যৎসামান্য হলেও আদৃত হচ্ছে এবং এতে বাংলাভাষী পাঠকসমাজে সংস্কৃতির শাখা-প্রশাখার বিভিন্ন অভিব্যক্তি তুলে ধরা হচ্ছে। এ আমাদের জন্য আনন্দের সংবাদ।
এ-সংখ্যায় সৃজন ও জীবনচর্যায় বিলোড়ন সৃষ্টিকারী শিল্পী ভ্যান গঘের চিঠি নিয়ে একটি মনোগ্রাহী রচনা পত্রস্থ হলো। তাঁর জীবনসংগ্রাম যে কত তীব্র-তীক্ষ্ণ ছিল ও অন্যদিকে সৃজন নিয়ে তাঁর ভাবনার বৃত্ত কীভাবে আবর্তিত হতো চিঠিতে তা বর্ণনা করা হয়েছে।
সম্প্রতি শিল্পী রফিকুন নবীর একক চিত্র-প্রদর্শনী হয়েছে একটি গ্যালারিতে। এ-প্রদর্শনীটি ছিল নানা কারণে তাৎপর্যময়। শিল্পীর অগ্রসরযাত্রা এবং সৃষ্টিভুবন ক্রমে যে উত্তরণ ও সিদ্ধির পথে অগ্রসরমাণ এই প্রদর্শনীতে বিষয় ও প্রকরণে তা মূর্ত হয়ে উঠেছিল। প্রদর্শনী উপলক্ষে একটি নিবন্ধ ও শিল্পীর সাক্ষাৎকার প্রকাশিত হলো।
ভারতবর্ষের খ্যাতিমান চিত্রকর সুনীল দাস। তাঁর চিত্রে বারংবার নানা পরিপ্রেক্ষিত ও অনুষঙ্গে চলে আসে ঘোড়া। ঘোড়াই হয়ে ওঠে তাঁর সৃজনের অন্যতম মূল বিষয়। একটি সাক্ষাৎকারে নিজের সৃষ্টি ও জীবনদৃষ্টি নিয়ে তিনি কথা বলেছেন।
রবীন্দ্রনাথ চিত্রকর হিসেবে খ্যাতি অর্জন করেন পাশ্চাত্যে, জীবনের শেষ প্রান্তে এসে। ওই সময়ে মস্কো প্রদর্শনীর কয়েকদিন আগে তাঁর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। অল্প আলোচিত ওই সাক্ষাৎকারে তিনি শিল্পের নানা প্রসঙ্গে ও তাঁর চিত্রের বিষয়াবলি নিয়ে কথা বলেছেন। তা নিয়ে আলোচনা করেছেন এক শিল্প-সমালোচক।
প্রয়াত মরণচাঁদ পাল ছিলেন চারু ও কারুকলা ইনস্টিটিউটের সিরামিকস বিভাগের শিক্ষক। আচার্য জয়নুল আবেদিন তাঁর সৃজনাবেগে প্রত্যক্ষ করেছিলেন শিল্পের মহৎ গুণাবলি। মরণচাঁদ পালও এদেশের মৃৎশিল্প শিক্ষকতায় ও তাঁর সৃজনে নবমাত্রা সঞ্চার করেছিলেন। একটি নিবন্ধে এই শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো।
ব্রাজিলের এক মহান স্থপতি অসকার নাইমেয়ের। ভুবনখ্যাত এই স্থপতি তাঁর স্থাপত্যকর্মের মধ্য দিয়ে বর্তমানে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছেন। তাঁকে নিয়ে এবং তাঁর নানা স্থাপত্যকর্ম নিয়ে লিখেছেন দেশের এক শীর্ষ স্থপতি।
ভেনিস বিয়েনালে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদল গিয়েছিল। এক শিল্পী ও শিল্প-সমালোচক বিয়েনাল নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা লিখেছেন।
এছাড়া রইল চলচ্চিত্র নিয়ে তিনটি প্রবন্ধ। সিনেমা বিষয়ক একটি প্রবন্ধে চলচ্চিত্র আন্দোলনে নব্যভাষার ও মানবিক চেতনার রূপকার ভিত্তোরিয়ো ডি সিকাকে নিয়ে আলোচনা প্রকাশিত হলো। এছাড়া পত্রস্থ হলো দেশ ও বিদেশের কয়েকটি প্রদর্শনীর খবর, নিলাম ও নিয়মিত বিভাগ।