শিল্প ও শিল্পীর পঞ্চম বর্ষ দ্বিতীয় সংখ্যা বেরোল। বাংলাদেশের বিশিষ্ট শিল্পী রশিদ চৌধুরী তাঁর সৃজন দিয়ে হয়ে উঠেছিলেন এক পথিকৃৎ শিল্পী। তাঁর প্রখর ঐতিহ্য-জিজ্ঞাসা এবং আধুনিকতার বোধ দ্বারা তিনি এদেশের চিত্রকলার ধারাকে সমৃদ্ধ করেছেন। ট্যাপিস্ট্রি সৃজনে তিনি ছিলেন অনন্য। এই মাধ্যমকে তিনি একক প্রচেষ্টায় উচ্চতর পর্যায়ে নিয়ে গেছেন। তাঁর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন শিল্প-সমালোচক আবুল মনসুর।
ফ্রান্সিস বেকন (১৯০৯-১৯৯২) তাঁর সময়ে ছিলেন এক অসাধারণ শিল্পী। তিনি পাশ্চাত্য শিল্প-আন্দোলনে এক নবধারার প্রবর্তক ও আলোড়ন সৃষ্টিকারী এক শিল্পী ছিলেন। তাঁর সৃজন ও শিল্পাঙ্গনে শিল্পীর অভিঘাত ও প্রভাব নিয়ে আলোচনা করেছেন শিল্পবোদ্ধা ও বিশেষজ্ঞ সৈয়দ মনজুরুল ইসলাম।
কিছুদিন আগে কলকাতায় ‘শান্তি’ শীর্ষক এক প্রদর্শনী হয়েছিল বাংলাদেশের বিশিষ্ট শিল্পী শাহাবুদ্দিন আহমেদের শিল্পকর্ম নিয়ে কলকাতার শিল্প অঙ্গনে নানাদিক থেকে এ প্রদর্শনীটি হয়ে উঠেছিল খুবই আগ্রহসঞ্চারী প্রদর্শনী। দর্শক সমাগম হয়েছিল প্রচুর। তাঁর ছবির বিষয়বস্তু শিল্পবোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। শিল্প-সমালোচক মৃণাল ঘোষ এ প্রদর্শনীটি নিয়ে আলোচনা করেছেন।
শিল্প ও নগ্নতা বহু আলোচিত বিষয় হলেও এ যে কতভাবে শিল্প-আন্দোলনে জীবন-অনুষঙ্গী হয়ে শিল্প সৃজনে প্রাসঙ্গিক ও প্রেরণাময় হয়ে উঠতে পারে সে-কথা আলোচনা করা হয়েছে একটি প্রবন্ধে।
বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা রুবাইয়াত হোসেনের আন্ডার কনস্ট্রাকশন আলোচিত চলচ্চিত্র। চলচ্চিত্রের প্রকরণ ও বিষয় নির্মাণে পরিচালক শক্তিমত্তার পরিচয় দিয়েছেন। এ নিয়ে আলোচনা করেছেন চলচ্চিত্র নির্মাতা ফৌজিয়া খান।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ঢাকা ও কলকাতায় একই সময়ে প্রদর্শিত হয়েছিল ভিন্নধর্মী অশ্রুসিক্ত এক শিল্পিত ছবি শঙ্খচিল। মানবিকতার দিক থেকে ও নির্মাণ কৌশলে ছবিটি দর্শকদের হৃদয়কে ছুঁয়ে আছে। ছবিটির বিষয়বস্তু ও প্রাসঙ্গিক বিষয়ে আছে বিশ্বাস করবী ফারহানার একটি প্রবন্ধ।
বুদ্ধদেব দাশগুপ্ত চলচ্চিত্রের বিষয়শৈলী ও চলচ্চিত্রিক ভাষা নির্মাণে যে নবধারা সৃষ্টি করেছেন, একইসঙ্গে তাঁর ছবি যে মানবিকতা বোধেও উজ্জ্বল সাজেদুল আইয়াল সে কথাই বলতে চেয়েছেন একটি প্রবন্ধে।
দেবযানী চলিহা এক শ্রদ্ধেয় নৃত্যশিল্পী। তাঁর অসামান্য নৃত্যশৈলী ভারতীয় নৃত্যধারায় চলচ্চিত্রকে এক নবীন মাত্রা দান করেছে। তাঁকে নিয়ে লিখেছেন আবুল আহসান চৌধুরী।
এছাড়া রইল নিয়মিত বিভাগ।