logo
NowkaBandhu Canvase Acrilic, 1979

দ্বিতীয় বর্ষ । দ্বিতীয় সংখ্যা । পৌষ ১৪১৯ । January 2013

বিস্তারিত

সম্পাদকীয়

শিল্প ও শিল্পী যেভাবে পাঠকের আনুকূল্য পেয়েছে, তাতে আমরা ভালো বোধ করছি। বাংলা ভাষায় রুচি ও মানসম্পন্ন চিত্রকলা বিষয়ক একটি পত্রিকা প্রকাশ করা বেশ দুরূহ। বিশেষ করে ভালো লেখা পাওয়া বেশ কষ্টকর। লেখকরা এ-ব্যাপারে যে-সহায়তা করছেন তাতে এই পত্রিকার একটি চরিত্র বা আদল ছয়টি সংখ্যার মধ্য দিয়ে ক্রমে স্পষ্ট হয়ে উঠেছে। সে-জন্য এ-পত্রিকা নিয়ে আমরা আশাবাদী। আমরা নিয়মিত পত্রিকা প্রকাশেও যত্নশীল।

রবিশঙ্কর

এ বা দু ল হ ক সৈ ক ত গত ১২ ডিসেম্বর সকাল ৯টা নাগাদ রেওয়াজে বসার প্রস্তুতি নিচ্ছিলাম প্রতিদিনের মতো। হঠাৎ আমার এক প্রিয় ভাই বন্ধু হাসানের ফোন। ও বলল, ‘দাদা জানেন কি রবিশঙ্করজি...?’ আমি বললাম, কখন? ও বলল, একটু আগে টেলিভিশন স্ক্রল দেখে জানলাম। খবরটা শুনেই বুকের ভেতর একটা প্রচণ্ড কষ্ট অনুভব করলাম, যা আমি হয়তো এ জীবনে কখনো পাইনি। ছোটবেলা থেকে গানবাজনার প্রতি আমার আগ্রহ ছিল বটে, কিন্তু গানবাজনাই আমার নেশা-পেশা হবে সেটা কখনো ভাবিনি সে-সময়

জন রাস্কিন ও জয়নুল আবেদিন

বো র হা ন উ দ্দি ন খা ন জা হা ঙ্গী র জন রাস্কিনের শিল্পচিন্তা জয়নুল আবেদিনকে গভীরভাবে প্রভাবিত করেছে। রাস্কিন ব্রিটিশ শিল্পের একজন সেরা শিল্প-সমালোচক শুধু নন, তিনি তাঁর সময়ের একজন সেরা শিল্প-সমালোচক। তিনি তাঁর বিস্তৃত পড়াশোনার সঙ্গে মিলিয়েছেন তাঁর বিভিন্ন অনুভূতি আর তাঁর বিভিন্ন অনুভূতিতে যুক্ত করেছেন তাঁর সময়ের নৈতিক ও সাংস্কৃতিক প্রসঙ্গগুলো। অবাধ ধনতন্ত্রের বিরোধিতা করেছেন রাস্কিন আর কলোনিয়াল ধনতন্ত্র নিয়ে প্রশ্নের পর প্রশ্ন উত্থাপন করেছেন জয়নুল আবেদিন। অবাধ ধনতন্ত্রের অন্য নাম অর্থনৈতিক

জর্জ কিট : আধুনিক শ্রীলংকার শিল্পগুরু

শা ম সু জ্জা মা ন খা ন দক্ষিণ এশীয় দেশ ভারত-বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যের যে একটি সামগ্রিক সমতা রয়েছে খুব কাছাকাছি দেশ হলেও শ্রীলংকা যেন তার থেকে একটু ভিন্ন। কলম্বোতে সেটি ততটা অনুভূত না হলেও একটু দূরের শহর ক্যান্ডি বা গল্-এ গেলে পার্থক্যটা বুঝতে অসুবিধা হয় না। আরো দূরে নুয়ারা-এলিয়ার মতো পার্বত্য শহরে চিত্রটি একেবারেই ভিন্নরকম, মনে হবে দক্ষিণ এশিয়া নয়

পিকাসো ও জেনেভিয়েভ মধ্যরাতের অগ্নিগোলক

হা সা ন ফে র দৌ স ১৯৪৩ সালের মে মাসের কথা। প্যারিস তখনো একটি জার্মান অধিকৃত শহর। এই শহরে পিকাসো নিষিদ্ধ, কোনো মিউজিয়ামে অথবা গ্যালারিতে তাঁর ছবি প্রদর্শনীর অনুমতি নেই। কিন্তু তাই বলে হাত গুটিয়ে বসে নেই পিকাসো। দুহাতে ছবি আঁকছেন, প্রতিদিন তাঁর ৭ র্যু দে গ্রাঁ-আগুস্তিনের অ্যাপার্টমেন্টে অতিথির আগমনেরও কোনো ক্ষান্তি নেই। প্রথম স্ত্রী ওলগার সঙ্গে ছাড়াছড়ি হয়ে গেছে, যদিও কাগজে-কলমে

আত্মপ্রতিকৃতি, আইকন ও ফ্রিদা কাহলো

অ মি তা ভ মৈ ত্র ‘Nothing is worth more than laughter. It is strength to laugh and abandon oneself’ -Frida Kahlo একটি শরীরে যখন সেই শরীরের বাইরে পৃথিবী চিৎকার করে ঝাঁপিয়ে পড়ে, আর আক্রমণে ছিন্নভিন্ন রক্তাক্ত হয়ে ভেঙে পড়তে থাকে সেই শরীর, প্রথমে মৃদু কাতরানির শব্দে, তারপরে ভারী পাথরের মতো হুড়মুড় করে, সশব্দে - যখন সেই শরীর উপশম চায় না আর, পরিত্রাণ চায় না, শুধু

আমার কিছু কথা

সোমনাথ হোর পণ্ডিত রবিশঙ্কর ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে যে উচ্চতর পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, সংগীতের ইতিহাসে তার কোনো তুলনা নেই। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের প্রচার ও প্রসারে তাঁর ভূমিকা ছিল অগ্রদূতের। সুর সৃষ্টি ও সেতারে তাঁর সৃষ্ট রাগিণী শ্রোতার মনে যে অনুরণন তুলত তা হয়ে উঠত মহান এক প্রাপ্তি। সাধারণ শ্রোতা ও সংগীতবোদ্ধা সকলেই তাঁর কীর্তি, সুর ও ছন্দ থেকে রস গ্রহণ করেছেন। তাঁর মেধা, মনন ও সুর সৃষ্টি মানুষকে গহনলোকে নিয়ে যেত। দেহ-মনে ছড়িয়ে দিত এক প্রশান্তি। রবীন্দ্রনাথ ও সত্যজিৎ রায়ের পর তিনি ছিলেন সত্যিকার অর্থে জিনিয়াস বাঙালি

বেঙ্গল আইটিসি এসআরএ উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১২ ভালো দিন আসবেই

হা মি দ কা য় সা র যে দেশে ওস্তাদ আলাউদ্দিন খঁাঁর মতো সুরসম্রাটের জন্ম হয়েছে - সেদেশে নদীর বুক কখনই শুকিয়ে যেতে পারে না, সেদেশের আকাশ কখনই শ্বাসরুদ্ধকর কার্বন ডাইঅক্সাইডে আচ্ছন্ন থাকতে পারে না, সেদেশের মৃন্ময়ী মাটির চিন্ময়ী স্বাদ কোনোভাবেই হারিয়ে যেতে পারে না, সেদেশের মানুষের মনের বাৎসল্য কিছুতেই মুছে যেতে পারে না - হতে পারে না

‘মাটি ও মানুষ’ চিত্রকর্মের প্রদর্শনী

এম সা ই দু জ্জা মা ন ১৯৪৭ সালে দেশবিভাগের পর বাংলাদেশে, তদানীন্তন পূর্ব পাকিস্তানে প্রথম সারির শিল্পী ছিলেন, যাঁদের নিয়ে আমরা গর্ব করি, নিঃসন্দেহে তাঁরা হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, সফিউদ্দীন আহমেদ ও মো. কিবরিয়া। এরপর, নতুন দেশে, প্রথম প্রজন্মে যাঁরা শিল্পী হিসেবে এবং পরবর্তীকালে উঁচুদরের শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তাঁরা হলেন প্রয়াত আমিনুল ইসলাম, প্রয়াত দেবদাস চক্রবর্তী, মুর্তজা বশীর, কাইয়ুম চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, রশিদ চৌধুরী

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রবিশঙ্কর

মা হ মু দ আ ল জা মা ন
পণ্ডিত রবিশঙ্কর ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে যে উচ্চতর পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, সংগীতের ইতিহাসে তার কোনো তুলনা নেই। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের প্রচার ও প্রসারে তাঁর ভূমিকা ছিল অগ্রদূতের। সুর সৃষ্টি ও সেতারে তাঁর সৃষ্ট রাগিণী শ্রোতার মনে যে অনুরণন তুলত তা হয়ে উঠত মহান এক প্রাপ্তি। সাধারণ শ্রোতা ও সংগীতবোদ্ধা সকলেই তাঁর কীর্তি, সুর ও ছন্দ থেকে রস গ্রহণ করেছেন। তাঁর মেধা, মনন ও সুর সৃষ্টি মানুষকে গহনলোকে নিয়ে যেত। দেহ-মনে ছড়িয়ে দিত এক প্রশান্তি। রবীন্দ্রনাথ ও সত্যজিৎ রায়ের পর তিনি ছিলেন সত্যিকার অর্থে জিনিয়াস বাঙালি।

এশিয়ার শিল্প : অনড় ঐতিহ্য অগ্নিগর্ভ সমকাল

চা রু বা ক খা লে দ
অনেক উন্নতি হলো পৃথিবীর। প্রযুক্তির কৃপায় বিশ্ব আজ মানুষের হাতের মুঠোয়। আপন করতল মেলে দিয়ে জন্মরেখা পাঠের মতো পৃথিবীকে মানুষ পড়ে ফেলতে পারে। তবু পথ পাড়ি দিতে দিতে মনে হয় আসলে গন্তব্য খুঁজে পাওয়া যাবে না আর; অথবা পথ শেষ হয়ে আসছে কিংবা গোলকধাঁধার মতো পথ থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো বুদ্ধি মাথায় আসছে না। প্যালেস্টাইনের শিল্পী বাশার আল রউফ এসব কথা বলছিলেন শিল্পকলার প্রদর্শনী হলে দাঁড়িয়ে। এই শিল্পীর একটি কাজ এবার ‘এশীয় দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনী বাংলাদেশে’ গ্রান্ড প্রাইজ জিতেছে।

গয়্যার ছবি : অচেনা বোধির ঊর্ণাজাল

ম ই নু দ্দী ন খা লে দ
একটি মানুষ টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। তার পায়ের কাছে একটি বেড়াল গনগনে চোখে তাকিয়ে আছে আর তার মাথার ওপর উড়ছে একঝাঁক বাদুড়। বাদুড়েরা অন্ধকারে প্রেতপুরীর আবেশ তৈরি করেছে। লোকটা এভাবে ঘুমিয়ে পড়লে রাতের চেয়েও কালো ওই বাদুড় আর ওই রহস্যময় বেড়াল অন্ধকার ভেদ করে তার মার্বেলের মতো নকশা করা চোখ বিচ্ছুরিত করে কেন? এ প্রশ্ন নিজের দিকে ছুড়ে দিয়ে আমরা শিল্পকাতর উঠতি বয়সের কজন বন্ধু ছবিটা নিয়ে অনেক ভেবেছি। ছবিটি প্রায় সব শিল্পের ইতিহাসের বইতে ছাপা হয়

চলচ্চিত্রের নান্দনিকতা : সাংকেতিক ভাষা

হা স না ত আ ব দু ল হা ই
অনেকের আপত্তি সত্ত্বেও সিনেমাকে লিখিত ভাষার মতোই একটি যোগাযোগ মাধ্যম হিসেবে দেখা হয়েছে। এই জন্য ভাষা সম্বন্ধে যে বুদ্ধিবৃত্তিক ও নৃ-তত্ত্ববিজ্ঞানভিত্তিক ধ্যান-ধারণা তৈরি হয়েছে, সেসব সিনেমার ক্ষেত্রেও প্রয়োগ করা হয়েছে। ‘সেমিওটিকস’ তত্ত্বের মাধ্যমে সকল যোগাযোগ (কম্যুনিকেশন) মাধ্যমের যিনি প্রথম বিশ্লেষণ করেন, ফার্দিনান্দ সস্যুর, তাঁর ভাষায় : ‘সমাজে ব্যবহৃত চিহ্ন বা সংকেত (সাইন) সম্বন্ধে বিজ্ঞানসম্মত তথ্য ও জ্ঞানের এলাকা গড়ে তোলা সম্ভব, যাকে গ্রীক ‘সেমিওন’ বা সংকেত থেকে ‘সেমিওলজি’ বলা যায়

  • ন জ রু ল ই স লা ম ১৯৪৮ সালে ঢাকায় সরকারি আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর বড় মাপের প্রাতিষ্ঠানিক ঘটনা নিঃসন্দেহে ১৯৭৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠা। এ জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অবিস্মরণীয়। জয়নুল আবেদিন ছিলেন এর মূল পরিকল্পনাকারী। একটি যুদ্ধবিধ্বস্ত সদ্য-স্বাধীন অতি দরিদ্র দেশে সুকুমার শিল্পের প্রতি উদার ও শক্তিশালী রাষ্ট্রীয় সমর্থন সুদূরপ্রসারী ভূমিকা রেখেছে। বঙ্গবন্ধুর শাসনামলেই পরিকল্পনা নেওয়া হয়েছিল জাতীয় প্রদর্শনী আয়োজনের ও পাশাপাশি আন্তর্জাতিক চিত্র-প্রদর্শনীর বিস্তারিত
  • ই ম রা ন ফি র দা উ স ‘দুনিয়ার অন্য কোনো ফিল্মমেকারের কাছ থেকে আমি যতটা না শিখেছি আকিরা কুরোশাওয়ার নিকট হতে নিয়েছি তারও অধিক।’ - স্টিভেন স্পিলবার্গ (জ. ডিসেম্বর ১৮, ১৯৪৬) ১৯৯২ সালে চলচ্চিত্রবেত্তা ব্রেট কার্ডুল্লো আকিরা কুরোশাওয়াকে জিজ্ঞেস করেন ‘সিনেম্যাটিক বিউটি’ কী? উত্তরে আকিরা বলেন, ‘সিনেম্যাটিক বিউটি অবশ্যই তাই, যা কোনো ফিল্মে বর্তমান থেকে সেই ফিল্মকে ফিল্ম হয়ে ওঠার চলমান চিত্ররূপে দৃশ্যায়িত করে।’ আকিরা কুরোশাওয়ার সিনেমায় গতি নিঃসন্দেহে পায় অমায়িক ভাষা। বিস্তারিত
  • কা বে রী গা য়ে ন ‘Identities are the names we give to the different ways we are positioned by, and position ourselves within, the narratives of the past’ (Stuart Hall, 1990-225) বিস্তারিত
  • র বি উ ল হু সা ই ন গত ৪-৭ অক্টোবর, ২০১২ এই চারদিন ঢাকার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে মুক্তি ও মানবাধিকার বিষয়ক ষষ্ঠ আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজন ও পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হলো। আমাদের অকালপ্রয়াত দুই প্রতিভা - চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ আর মিশুক মুনীরের স্মৃতির প্রতি প্রদর্শনী উৎসর্গীকৃত। কর্তৃপক্ষ সাত বছর ধরে এই প্রশংসনীয় কার্যক্রম খুব সফলভাবে সমাধা করে যাচ্ছে। বিস্তারিত

  • অ লে া ক ব সু শীত শুরু হতে না হতেই ঢাকার নাট্যাঙ্গনে ছড়িয়ে পড়েছে নাট্যোৎসবের উষ্ণতা। থিয়েটার আর্ট ইউনিটের বিশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়ে গেল ‘রঙ্গ হর্ষে বিংশ বর্ষে’ শীর্ষক এক আড়ম্বরপূর্ণ আন্তর্জাতিক নাট্যোৎসব। ১৪ নভেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর মূল মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে থিয়েটার আর্ট ইউনিট সম্মাননা প্রদান করা হয় দেশের খ্যাতিমান নাট্যকার সৈয়দ শামসুল হক এবং পশ্চিমবঙ্গের বিশিষ্ট নাট্যনির্দেশক বিভাষ চক্রবর্তীকে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতীয় দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত পঙ্কজ শরন। বিস্তারিত
  • তারেক মাসুদ : জীবন ও স্বপ্ন এলিজি নয়, স্বপ্নগাথা সম্পাদক : ক্যাথরিন মাসুদ প্রকাশক : প্রথমা মূল্য : ১০০০ টাকা ছবিটা কখন তোলা? মৃত্যুর ঠিক কঘণ্টা আগে? লেখা নেই। তবে ছবিটা ১৩ আগস্টের। হ্যাঁ, অভিশপ্ত, অনেক কান্নার ২০১১ সালের ১৩ আগস্টের, যেদিন দেশের দুই অমূল্য সম্পদ তারেক মাসুদ আর মিশুক মুনীর একসঙ্গে চলে গেলেন অনন্ত জগতে, বাংলাদেশের মানুষকে আরেকটি ১৪ ডিসেম্বর ’৭১-এর ভয়াল অন্ধকারে নিমজ্জনের হাহাকারে ডুবিয়ে বিস্তারিত
  • ক্রিস্টি’স দ্য স্যালুটেশন অফ বিয়াট্রিস (১৮৬৯) শিল্পী : দান্তে গ্যাব্রিয়েল রোসেটি (১৮২৮-১৮৮২) ক্যানভাসে তেলরং, সাড়ে ২২ x সাড়ে ১৮ ইঞ্চি দাম : ১০,০০,০০০-১৫,০০,০০০ পাউন্ড নিলাম হয়েছে ২১ লাখ ৬৯ হাজার ২৫০ পাউন্ডে ভিক্টোরিয়ান অ্যান্ড ব্রিটিশ ইম্প্রেশনিস্ট আর্ট তারিখ : ৩১ মে ২০১২, কিংস স্ট্রিট, লন্ডন বিস্তারিত
  • রা জী ব ভৌ মি ক আধুনিক ইউরোপীয় চারুকলার ইতিহাসে ১৯১৩ সালটি একটি অসাধারণ মাইলফলক। প্রথম বিশ্বযুদ্ধের অব্যবহিত আগের বিস্ফোরণোন্মুখ বিশ্বপ্রবাহ, শিল্পায়ন ও নগরায়ণের প্রভাবে বদলে যাওয়া গ্রামীণ ও শহুরে জীবন, ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে উঠতে থাকা জীবনযাত্রা - সব মিলিয়ে এমন এক অভূতপূর্ব পরিস্থিতি যার কুটিল, উদ্ভট ও বহুমাত্রিক মিথস্ক্রিয়াগুলো ফুটিয়ে তুলতে স্পর্শকাতর শিল্পী বাধ্য হন নিরীক্ষার চূড়ান্ত করতে। এ বছরই এমন কিছু ঘটনা ঘটে, যার অনেকগুলোর প্রভাবই এখনো বিদ্যমান। ১৯১৩ সালেই প্রথম চব্বিশ ঘণ্টার সময় গণনার শুরু। এ বছরই বিশ্ব গোলকটিকে প্রথম ভাগ করা হয় ভিন্ন ভিন্ন টাইম জোনে। বিস্তারিত