logo

তৃতীয় বর্ষ । প্রথম সংখ্যা । কার্তিক ১৪২০ । Novembeer 2013

বিস্তারিত

সম্পাদকীয়

শিল্প ও শিল্পী তৃতীয় বর্ষে পদার্পণ করল। এই পথযাত্রায় ত্রৈমাসিকটি বাংলা ভাষায় চিত্রকলা বিষয়ক একটি অন্যতম শ্রেষ্ঠ পত্রিকা হয়ে উঠছে। জন্মলগ্নে আমাদের দ্বিধা ও সংশয় ছিল, বাংলা ভাষায় চিত্রকলা বিষয়কে কেন্দ্র করে একটি রুচিস্নিগ্ধ পত্রিকা আদৌ টিকে থাকবে কি না এবং মানসম্মত লেখা সংগ্রহ করতে পারব কি না। এক্ষেত্রে লেখক, পাঠক ও শিল্পানুরাগীরা যে উদার সহায়তা করেছেন, সেজন্য আমাদের নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখা সম্ভব হয়েছে।

মার্ক শাগাল : জনপ্রিয়তাই কি শিল্পীর সার্থক পরিচয়?

সা গ র চৌ ধু রী বিশ্বের শিল্পকলাপ্রেমীদের কাছে মার্ক শাগাল (Marc Chagall) নামে পরিচিত এই শিল্পীর শিশুকালের নাম ছিল মোভশা শাগাল, ইংরেজি অক্ষরে বানান Movsha Shagal, আর ঈডিশ (Yiddish) ভাষায় ‘মোভশা’ হলো ‘মোজেস’ (Moses)। ৭ জুলাই ১৮৮৭ তারিখে তদানীন্তন রুশ সাম্রাজ্যের প্রান্তের এক ছোট শহরে বসবাসকারী দরিদ্র পরিবারে তাঁর জন্ম।

নভেরা আহমেদের ভাস্কর্যচর্চার স্বল্পালোচিত অধ্যায় : ১৯৬০-৭০

রে জা উ ল ক রি ম সু ম ন ১৯৬০ সালে ঢাকায় নভেরা আহমেদের প্রথম একক ভাস্কর্য প্রদর্শনীর দীর্ঘ প্রায় তিন যুগ পরে বাংলাদেশ জাতীয় জাদুঘরের উদ্যোগে সে-প্রদর্শনীর তিরিশটির বেশি ভাস্কর্য সংগৃহীত হয় এবং ১৯৯৮ সালে একত্রে মাসাধিককালব্যাপী প্রদর্শিত হয়। পরে শিল্পপতি এম আর খানের বাড়ির উদ্যানে নির্মিত মুক্তাঙ্গন ভাস্কর্য ‘পরিবার’ও (১৯৫৮) ফোয়ারাসহ জাতীয় জাদুঘরের সামনে পুনঃস্থাপিত হয়। বাংলাদেশে ভাস্কর হিসেবে নভেরার মূল্যায়ন মূলত তাঁর ১৯৫৭-৬০ কালপর্বের শিল্পকর্মগুলির আলোচনার মধ্যে সীমাবদ্ধ

আধুনিক ঐতিহ্যের চিত্রী আমিনুল ইসলাম

শরীফ আতিক-উজ-জামান দেশবিভাগোত্তর সময়টাকে সূচনাকাল ধরে বাংলাদেশের শিল্পকলার যে বয়স গণনা করা হয়ে থাকে সেই হিসাবে আমিনুল ইসলাম (১৯৩১-২০১১) দ্বিতীয় প্রজন্মের শিল্পী। আর এই প্রজন্মের শিল্পীদের হাত ধরেই বাংলাদেশে পাশ্চাত্যকেন্দ্রিক বিমূর্ততার গোড়াপত্তন হয়েছে। সমগ্র ষাটের দশকজুড়ে এঁদের ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা ও প্রভাববলয়ের মধ্যে ছিল এদেশের শিল্পকলার জগৎ।

রাধাকৃষ্ণণের ভাস্কর্য-দর্শন

রবিউল হুসাইন গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে ভারতের স্বনামখ্যাত ভাস্কর কে এস রাধাকৃষ্ণণের ব্যতিক্রমী এক ভাস্কর্য প্রদর্শনী গত ৭ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হলো। তার মাধ্যম সব ব্রোঞ্জে এবং ছোট ছোট আকারের মধ্যে সীমাবদ্ধ। এগুলিকে টেবল্-টপ ভাস্কর্য বলা যায়, যেগুলি পরবর্তী সময়ে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির দেখে পছন্দ হলে বড় করে কোনো উন্মুক্ত স্থানে বা অভ্যন্তর পরিসরে স্থাপন করা যেতে পারে, এক বা একাধিক যেমন ইচ্ছে। ভাস্কর রাধাকৃষ্ণণ এমনই করেছেন সবার মতোই। তার বিশেষত্ব হচ্ছে, মানুষের একক এবং দলবদ্ধ উপস্থিতির মর্মকথা। তবে লক্ষ করা যায় সব মানুষের সমাবেশ নিয়ে তাঁর প্রধান চিন্তাভাবনা

রফিকুন নবীর কাজ ও শিল্পের মুক্তি

বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর রফিকুন নবীর কাজ মিউজিয়ামের শিল্প নয় কিংবা অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্য থেকে বিচ্ছিন্ন নান্দনিক মূল্যের কাজ নয়। তাঁর কাজ তিনি সমাজকে সমালোচনা করার জন্য ব্যবহার করেননি, তিনি তাঁর কাজ দিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে শৈল্পিক চেতনাবোধ তৈরি করতে চেয়েছেন। তিনি ভেবেছেন, শিল্প হচ্ছে শিল্পের ভুবন বিস্তৃত করার এক প্রয়াস, এই প্রয়াসে আছে বিশুদ্ধ পপুলার বিনোদনের এক ঝোঁক।

অঞ্জলি এলা মেনন

সাক্ষাতকার গ্রহণ : ইসানা মূর্তি ১৯৪০ সালে অবিভক্ত বাংলায় জন্মগ্রহণ করেছিলেন অঞ্জলি এলা মেনন। পড়াশোনা করেছেন তামিলনাড়ুর নীলগিরি হিলসের লাভডেলের লরেন্স স্কুলে। সেখান থেকে বম্বের জে জে স্কুল অব আর্টে এবং দিল্লি ইউনিভার্সিটিতে। ১৯৫০ সালে মাত্র দশ বছর বয়সেই তাঁর একক চিত্র-প্রদর্শনী হয় দিল্লি ও বম্বেতে। পরে ফরাসি স্কলারশিপ নিয়ে চলে যান প্যারিসে। ভ্রমণ করেন বিশ্বের নানা দেশ।

ঢাকায় ইয়োরোপীয়দের সমাধিভূমি : জানা-অজানা

শা মী ম আ মি নু র র হ মা ন ১৬ মার্চ ১৮৯২, বিকেলবেলা। ঢাকার আহসান মঞ্জিল প্রাঙ্গণ লোকারণ্য। আমন্ত্রিত দেশি ও ইয়োরোপীয় অতিথিরা মঞ্জিলের ছাদে আসন নিয়েছেন। বুড়িগঙ্গার দুই ধারে ও নদীতীরবর্তী দালানগুলোর ছাদে মানুষের প্রচন্ড ভিড়। নদীতে নৌকায়ও অনেকে অবস্থান নিয়েছে। ঢাকার আকাশে মানুষ ওড়ার ঘটনা দেখার জন্য ঢাকাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। ওইদিন ঢাকার নবাব আহসান উল্লাহর আমন্ত্রণে ঢাকার আকাশে বেলুনে চড়েছিলেন

নকশিকাঁথায় সোনারগাঁর চিত্র

শিবনাথ বিশ্বাস বাংলার নকশিকাঁথা শিল্প ঐতিহ্যবাহী এবং অতুলনীয় লোকশিল্পের নিদর্শন। এই সাংস্কৃতিক ঐতিহ্যের অধিকারী আমাদের এই দেশ। ঐতিহ্যের একটি বড় অংশ জুড়ে আছে এ অঞ্চলের লোকশিল্প। আমাদের কৃষিনির্ভর গ্রামীণ সমাজের দৈনন্দিন জীবন, ধর্মীয় ও সামাজিক আচারবিধির প্রয়োজনীয় উপাদান হিসেবে লোকশিল্পের ব্যবহার চলে আসছে প্রাচীনকাল থেকে। শখের হাঁড়ি, পটচিত্র, আলপনা, লক্ষ্মীর সরা, ধাতু ও মাটির তৈজসপত্র

সেতউচি ত্রিবার্ষিক প্রদর্শনীতে : অন্য জাপানের পরিচয়

আবুল মনসুর
উড়াজাহাজে দীর্ঘ ভ্রমণ বোধহয় সবচেয়ে ক্লান্তি আর বিরক্তিকর। ঢাকা ছেড়ে কুয়ালালামপুরে বড়সড় বিরতির পর আরো ছয় ঘণ্টা উড়ে ওসাকার কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরে যখন আমাদের ১৬ জনের দলটি পা রাখল, তখন উড্ডয়ন-ক্লান্তি আর ভরদুপুরের ক্ষুধায় সকলের ত্রাহি অবস্থা। আমরা এখানে এসেছি জাপানের সেতউচি ত্রিবার্ষিক প্রদর্শনীর দ্বিতীয় আয়োজনে যোগ দিতে, যাতে বাংলাদেশকে প্রদর্শনীর বিশেষ ফোকাস হিসেবে রাখা হয়েছে এবং সে-উপলক্ষে আমাদের সাম্প্রতিক চারুশিল্পের

বার্গম্যান ও দ্য সেভেন্থ সিল

সাইফুল ফারদিন
বিশ্বের প্রভাবশালী ও মার্জিত ফিল্মমেকারদের মধ্যে সুইডিশ ফিল্মমেকার ইংমার বার্গম্যান অন্যতম। বার্গম্যান কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন একাধারে চলচ্চিত্র, থিয়েটার ও টেলিভিশন মাধ্যমে। বার্গম্যান বিখ্যাত তাঁর বহুমুখী ক্যামেরাওয়ার্কের জন্য, খন্ডিত ন্যারেটিভ স্টাইল এবং সূক্ষ্মভাবে মানুষের একাকিত্ব, দুর্বলতা, যন্ত্রণা ফুটিয়ে তোলার জন্য।

চলচ্চিত্রের নান্দনিকতা : সম্পাদনার ভাষা

হাসনাত আবদুল হাই
আমেরিকায় সিনেমার জন্য তোলা শটগুলিকে যুক্ত করার প্রক্রিয়াকে বলা হয়েছে সম্পাদনা (এডিটিং) বা কাটছাঁট (কাটিং) করা। ইউরোপে এর নামকরণ হয়েছে ‘মন্তাজ’। আমেরিকায় ‘এডিটিং’ শটের মধ্যে যেসব কাহিনি বর্ণনায় (ন্যারেটিভে) অপ্রয়োজনীয় সেসব বাদ দেওয়ার ওপর গুরুত্ব দেয়। সম্পাদনায় কাঁচামালকে (ফিল্ম ফুটেজ) বাছাই করে চূড়ান্ত রূপ দেওয়া হয়।

সূর্যকন্যা : মধ্যবিত্তের অবদমিত আকাঙ্ক্ষা

ফাহমিদা আক্তার
প্রাককথন অধিকাংশ সেনসিটিভ মানুষের ব্যক্তিত্বে দুটি পরস্পরবিরোধী সত্তা সর্বদা বিদ্যমান। যার একটি জীবনীশক্তি খুঁজে পায় কঠোর বাস্তবে। অপরটি ফ্যান্টাসিতে। তাই স্বভাবতই এই শ্রেণির মানুষের আত্মজীবনীতেও বাস্তবতা ও ফ্যান্টাসির এক অদ্ভুত সংমিশ্রণ ঘটে তার অজান্তে।২

  • সাক্ষাতকার গ্রহণ : ট্যামি কিম
    ট্যামি কিম লেখালেখি করেন, সামাজিক ন্যায়বিচারবিষয়ক আইনজীবী এবং কুপার ইউনিয়নের সহকারী অধ্যাপক। বর্তমানে ব্রুকলিনে বসবাসরত এই লেখিকা পড়াশোনা করেছেন ইয়েল ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে। বিস্তারিত
  • অ লো ক ব সু
    নাটক রচনার ক্ষেত্রে সেলিম আল দীন বরাবরই ছিলেন নিরীক্ষাধর্মী ও বৈচিত্র্যপিয়াসী। গত শতকের নববইয়ের দশকের একেবারে শুরুতে চাকা নাটক রচনার মধ্য দিয়ে তিনি এক নতুন ধারার নাট্যরচনা শুরু করেছিলেন। নতুন ধারার এই রচনারীতির নাম দিলেন কথানাট্য। বিস্তারিত
  • মো বা শ্বি র আ ল ম ম জু ম দা র
    মিছিল আর সম্মিলন শাহাবুদ্দিন আহমেদের ছবির ভাষা সরল। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে মানুষের মিছিলে তিনিও শামিল হয়েছিলেন। রণাঙ্গনে অস্ত্রহাতে শত্রুর বিরুদ্ধে লড়াই করে ছিনিয়ে এনেছেন স্বাধীনতা। তাঁর ছবির বিষয় যোদ্ধা মানুষের অবয়ব। মানবশরীরের টানটান পেশি তিনি শক্তিমত্তার সঙ্গে আঁকেন। বিস্তারিত
  • আ হ মে দ হা সা ন
    বাংলাদেশের চারুকলা আন্দোলনের পথিকৃৎ এবং শিল্প-সংস্কৃতির পুরোধা শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষকে সামনে রেখে বেঙ্গল ফাউন্ডেশন এবং ইতালির আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা স্কিরা যৌথভাবে প্রকাশ করেছে গ্রেট মাস্টার্স অব বাংলাদেশ : জয়নুল আবেদিন শীর্ষক বিশ্বমানের গ্রন্থ। বিস্তারিত
  • আনটাইটেলড (ফনিক্স) শিল্পী : রবার্ট লংগো (১৯৫৩-) গ্রাফাইট ও চারকোল ১৮৩ X ২৫৪ সে.মি. আনুমানিক দাম : ১,২০,০০০-১,৮০,০০০ পাউন্ড নিলাম হয়েছে ৪ লাখ ২২ হাজার ৫০০ পাউন্ডে বিস্তারিত