logo

ঢাকায় গয়্যার এনগ্রেভিং চিত্র-প্রদর্শনী

স্পেনের রেয়াল অ্যাকাডেমিয়া দ্য বেইয়াজ আর্টস অব সান ফার্নান্দোর সংগ্রহ থেকে বিশ্ববিখ্যাত স্পেনীয় শিল্পী ফ্রান্সিসকো গয়্যার (১৭৪৬-১৮২৮) নির্বাচিত এনগ্রেভিং চিত্র-প্রদর্শনী যৌথভাবে আয়োজন করছে বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আটস্, বাংলাদেশে স্পেনের দূতাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্প্যানিশ ভাষা ও সংস্কৃতি বিভাগের ইনডিটেক্স চেয়ার।

আগামী ৯ অক্টোবর, ২০১২ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনী ও নববিন্যাসে সজ্জিত বেঙ্গল গ্যালারি উদ্বোধন করবেন। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস বিশেষ অতিথি ও বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত লুই তেখাদা সাকন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্প্যানিশ ভাষা ও সংস্কৃতি বিভাগের মি. আন্তোনিও আবরিল ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের বক্তব্য রাখবেন।

প্রদর্শনী চলবে ২২ অক্টোবর ২০১২ পর্যন্ত, প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা।

 

চীনে বেঙ্গল গ্যালারির সম্মাননা অর্জন

এশিয়ার ঐতিহ্যবাহী শিল্প-সংস্কৃতির অন্যতম পীঠস্থান হিসেবে বিবেচিত চীনের অবস্থান চারু ও কারুকলার দিক দিয়ে এক অনন্য উচ্চতায়। চীনে বিভিন্ন সময় নানা শিল্পীর প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে এবং হচ্ছে। এরই ধারাবাহিকতায় চীনে গত ১৬ আগস্ট থেকে পাঁচ দিনব্যাপী ‘১৫তম বেইজিং আন্তর্জাতিক শিল্পকলা প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে। উৎসব কমিটির নির্বাহী পরিচালক চীনের কর্মসংক্রান্ত সংযুক্ত ফ্রন্টের সাবেক ভাইস মিনিস্টার থিয়েন হেনিয়ান প্রদর্শনীর উদ্বোধন করেন।

চীনের সর্ববৃহৎ এ শিল্পকলা উৎসবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা ও স্বাগতিক চীনসহ বহু দেশের শিল্পী এবং বিভিন্ন দেশের নামকরা গ্যালারিসহ একশ পঞ্চাশটিরও বেশি সংস্থা অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে অংশগ্রহণ করা বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস্-এর মাধ্যমে দেশটির প্রখ্যাত শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, মনিরুল ইসলাম, কনক চাঁপা চাকমা, মাকসুদা চৌধুরী নিপা, বিশ্বজিৎ গোস্বামী ও ইয়াসমীন জাহান নূপুরের চিত্রকর্ম এ উৎসবে প্রদর্শিত হয়। প্রদর্শনীতে আগত দর্শকরা বাংলাদেশের চিত্রকর্মের বৈশিষ্ট্য, শিল্পরীতির ভূয়সী প্রশংসা করেন।

উৎসব চলাকালে ১৮ আগস্ট চীনের সংস্কৃতি মন্ত্রণালয় সার্বিক বিবেচনায় বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আটস্কে ‘শ্রেষ্ঠ প্রভাবশালী গ্যালারি’র পুরস্কার প্রদান করে। উৎসব কমিটির নির্বাহী পরিচালকের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। ২০ আগস্ট এ সফল উৎসবের পরিসমাপ্তি ঘটে।

-আহমেদ রাহমান

Leave a Reply