logo

ডেইলি স্টার-বেঙ্গল নতুন সাংস্কৃতিক কেন্দ্র

বেঙ্গল ফাউন্ডেশনের অভিযাত্রায় আরেকটি পরিশীলিত পদক্ষেপ ‘ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট’ সাংস্কৃতিক কলাক্ষেত্রের উদ্বোধন ঢাকার সাংস্কৃতিক অঙ্গনে নবীন মাত্রা যুক্ত করল। কলাক্ষেত্রটি ডেইলি স্টার ভবনে অবস্থিত। বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়েরের সংগ্রহ থেকে এস এম সুলতানের ৩৬টি চিত্রকর্ম নিয়ে ‘পরাদৃষ্টি’ শীর্ষক প্রদর্শনী দিয়ে শুরু হলো এই ক্ষেত্রের যাত্রা। সাংস্কৃতিক কেন্দ্রটি নানাদিক থেকে হয়ে উঠেছে তাৎপর্যময়। কেন্দ্রটি সুনন্দ, মনোগ্রাহী ও দৃষ্টিনন্দন। ছবি দেখা এবং উপলব্ধির জন্য যে আলোর প্রয়োজন এই গ্যালারি কক্ষে সেই রকম আলোর ব্যবহার প্রদর্শনীকে খুবই উদ্দীপক করে তুলেছে। আলোর প্রক্ষেপণ ও নিয়ন্ত্রণে ছবির সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়ও দর্শকদের চোখে উন্মোচিত হচ্ছে। সাধারণ আলোয় যা দৃষ্টিগোচর হচ্ছিল না। এর ফলে একেকটি ছবির প্রচ্ছন্ন ও অর্থবোধক বিষয়ও দর্শকরা উপভোগ করতে পারছেন। ঢাকার কোনো গ্যালারিতে এখন পর্যন্ত এই ধরনের আলো ব্যবহৃত হয়নি।

প্রদর্শনীটি ২৩ মে যৌথভাবে উদ্বোধন করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর আনিসুজ্জামান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের এবং বেঙ্গল ফাউন্ডেশন ও ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটের উপপরিচালক সাদিয়া রহমান। বাংলাদেশের অন্যতম প্রধান ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ভবনে প্রতিষ্ঠা করা হয়েছে ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট। ভবনের নিচতলার একাংশ ও দোতলায় অবস্থিত দুটি গ্যালারি স্পেসে বিস্তৃত এই সাংস্কৃতিক কেন্দ্রটি। সব মিলিয়ে প্রায় দুই হাজার ৫০০ বর্গফুট প্রদর্শনী এলাকার সামনে রয়েছে সুপ্রশস্ত লবি ও ক্যাফে। অত্যাধুনিক আলোকসম্পাতের মাধ্যমে গ্যালারির দেয়াল ও অভ্যন্তর সুশোভিত করা হয়েছে, যাতে শিল্পকর্ম অবিকৃত রঙে ও গুণে দর্শকের সামনে পরিপূর্ণভাবে প্রকাশিত হয়। বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত এটি চতুর্থ সাংস্কৃতিক কেন্দ্র। কেন্দ্রটি সবার জন্য উন্মুক্ত। নবীন ও প্রতিভাধর শিল্পীদের নিরীক্ষাধর্মী কাজ প্রদর্শন এবং কাজের বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও
আলাপ-আলোচনার সুযোগ সৃষ্টি করা হবে। সমাজের সঙ্গে নবীন শিল্পীদের কাজ এবং তাদের চিন্তাচেতনা সম্পৃক্ত করার উদ্দেশ্যে আর্টস প্রিসিঙ্কট বিভিন্ন কার্যক্রম হাতে নেবে।

শিল্পাঙ্গনটিতে নিয়মিত চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বেঙ্গল ফাউন্ডেশন চিত্রশিল্পী, শিল্পবোদ্ধা এবং দেশের প্রতিষ্ঠিত ও নবীন সংস্কৃতি-অনুরাগীদের সঙ্গে সেতুবন্ধ সৃষ্টিতে আগ্রহী।

 

প্রদর্শনী প্রসঙ্গে

 

শিল্প-সংগ্রাহক আবুল খায়ের শিল্পী এস এম সুলতানের জীবৎকালে পিতৃব্য জ্ঞানতাপস আব্দুর রাজ্জাকের ভাবাদর্শে আন্দোলিত হয়ে শিল্পীর ছবি সঞ্চয়ন করতে শুরু করেন। কয়েক বছরের মধ্যে তিনি এই শিল্পীর বেশকিছু নানা মাধ্যমে করা চিত্র সংগ্রহ করেন। প্রদর্শনীতে বেশ কয়েকটি ছবি আছে, যা শিল্পী এস এম সুলতান গবেষণা, মূল্যায়ন ও উপলব্ধি প্রসারণে খুবই তাৎপর্যময়। প্রদর্শিত ৩৬টি ছবিতে এস এম সুলতানের চারিত্রিক বৈশিষ্ট্য যেমন উজ্জ্বলতা অর্জন করেছে, তেমনি শিল্পীর শিল্পবোধ ও সৃজনের পথপরিক্রমাও পরিস্ফুট হয়েছে। তাঁর চিত্রশৈলীতে ভিন্ন বোধ ঐতিহ্যের সংমিশ্রণে তাঁর সৃষ্টিকে করে তুলেছে গহন ও অর্থময়। বিশেষত বাঙালির জীবনসংগ্রাম ও আর্তিতে তিনি ফুটিয়ে তোলেন এমন এক স্বপ্ন, যা কি না পুনর্জীবনের আলোকেই উজ্জ্বল।  গ্যালারিতে ছবি বিন্যাস করা হয়েছিল বিষয়কে ভিত্তি করে। এর ফলে এই শিল্পীর শিল্পযাত্রার উন্মুখতা, চরিত্র ও পথপরিক্রমা ভিন্নতর বোধ নিয়ে উন্মোচিত হয়েছে। এছাড়া এই শিল্পীর শক্তিমত্তা যে কত শিল্পিত ও মনোগ্রাহী ছিল তা নতুন করে উপলব্ধি করেছেন দর্শক। n

 

Leave a Reply