logo

গ্র ন্থ প রি চি তি

ডায়েরি ও কথা-চিত্রে

ফ্রিদা কাহ্লো 

ফ্রিদা কাহ্লো : কিছু কথা ও ডায়েরির পাতা

রচনা অংশ ও অনুবাদ : জাকিয়া রহমান ঋতা

প্রকাশক : বেঙ্গল পাবলিকেশন্স লিমিটেড

মূল্য : ৫০০ টাকা

 

ফ্রিদা কাহ্লো (৬ জুলাই ১৯০৭-১৩ জুলাই ১৯৫৪) – এক সংগ্রামী শিল্পীর নাম, শারীরিক-মানসিক কোনো বাধাই যাঁকে দমিয়ে রাখতে পারেনি। সৃষ্টি করেছেন একের পর এক কালজয়ী চিত্র। মেক্সিকান এই নারীশিল্পী যখন চিত্রচর্চায় নিবেদিত তখন সেই ঊনবিংশ শতাব্দীতে পুরুষদের ডিঙিয়ে শিল্পাঙ্গনে স্থান করে নেওয়া বেশ দুরূহই ছিল। তবে অদম্য কর্মসাধনায় ব্যাপৃত ফ্রিদা ঠিকই স্থান করে নেন চিত্রানুরাগী ও সমালোচকদের আলোচনায়।  এটি নির্দ্বিধায় বলা চলে, শিল্পকলার ইতিহাসে অন্য কোনো নারীশিল্পী ফ্রিদা কাহ্লোর মতো এতটা অভিনিবেশ, অনুরাগ, প্রশংসা বা প্রচার পাননি।

ফ্রিদা কাহ্লো ছোটখাটো, শৈশবে পোলিও এবং যৌবনারম্ভে মারাত্মক সড়ক দুর্ঘটনায় প্রায়-পঙ্গু, কিন্তু আকর্ষণীয় চেহারার উচ্ছল এক মেক্সিকান মেয়ে, উদ্দাম আবেগী, প্রেম-পাগল, ছবি অাঁকা প্রাতিষ্ঠানিকভাবে না শিখেও রচনা করেছেন স্বকীয় বৈশিষ্ট্যময় আত্মজৈবনিক অসাধারণ চিত্রমালা, আর নিজের জন্য অনন্য সজ্জা ও আভরণের বৈভবে মোড়া এক সংক্ষিপ্ত কিন্তু বর্ণিল জীবন – এমনটিই তাঁর সম্পর্কে সাধারণভাবে জানা ছিল। কিন্তু তাঁর মৃত্যুর ৪১ বছর পর সে ধারণার মূলে কুঠারাঘাত করল একটি গ্রন্থ – ফ্রিদা কাহ্লো। ১৯৯৫ সালে মেক্সিকো থেকে প্রকাশিত এ গ্রন্থে ফ্রিদা কাহ্লোর ব্যক্তিগত ডায়েরিতে লিপিবদ্ধ তাঁর জীবনযাপন প্রণালি, হতাশা, ক্ষোভ, সাফল্য, দুর্ঘটনাকবলিত দুঃসহ জীবনের অনুপুঙ্খ বর্ণনা তুলে ধরেন মেক্সিকান লেখক মালকা ড্রুকার। এরপর বেরোয় আরো কিছু গ্রন্থ, সেসবেও ফ্রিদা কাহ্লো ও তাঁর কাজকে বিশ্লেষণ করা হয়েছে গভীর মনোনিবেশে।

স্থপতি হলেও জাকিয়া রহমান ঋতার শিল্প ও সাহিত্যের প্রতি প্রবল টানই তাঁকে ফ্রিদা কাহ্লো সম্পর্কে জানতে ও তথ্য সংগ্রহে উৎসাহ জুগিয়েছে বলে মনে হয়। বিখ্যাত এ মেক্সিকান নারী চিত্রশিল্পীর ওপর রচিত একাধিক গ্রন্থ পাঠশেষে ঋতা তা বাংলাভাষীদের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়ে প্রস্ত্তত করেছেন ফ্রিদা কাহ্লো : কিছু কথা ও ডায়েরির পাতা গ্রন্থটি, প্রকাশ করেছে বেঙ্গল পাবলিকেশন্স। ২৬৪ পৃষ্ঠার
এ-গ্রন্থে ব্যবহৃত হয়েছে ফ্রিদা কাহ্লো-অঙ্কিত একাধিক চিত্র, তাঁর একক ও দলীয় আলোকচিত্র, ডায়েরির পাতায় উৎকীর্ণ তাঁর স্কেচ, কবিতাসহ বিভিন্ন তথ্য। এক কথায় ‘টোটাল ফ্রিদা কাহ্লো’।

দুই খন্ডে বিভক্ত গ্রন্থটির প্রথম অংশের শিরোনাম ‘কিছু কথা’। ফ্রিদা কাহ্লোর শৈশব থেকে জীবনের অন্তিম সময় পর্যন্ত পর্যায়ক্রমিক বর্ণনা দিয়েছেন লেখিকা এ-অংশে ভিনণ ভিন্ন শিরোনামে। এতে পরিস্ফুট হয়েছে এই মেক্সিকান শিল্পীর জীবনচর্যা, জীবনবোধ, দুঃসময়ের গাথা। গ্রন্থটির দ্বিতীয় অংশের শিরোনাম ‘ডায়েরি’। এ অংশটি মূলত প্রস্ত্ততকৃত ফ্রিদা কাহ্লোর ডায়েরিকে ভিত্তি করে। ফ্রিদা কাহ্লোর ডায়েরি এক অফুরন্ত বিস্ময় ও উপভোগের আধার। আবার এটি একই সঙ্গে আনন্দ, দুঃখ আর ভয়ের এক পরাবাস্তব জগৎ। ডায়েরিতে লিপিবদ্ধ ফ্রিদার বিভিন্ন বিষয় বিশ্লেষণেই এখানে মনোযোগী লেখিকা। চিত্রশিল্পী ফ্রিদার সৃজনকল্পনা, শিল্পরচনার প্রাথমিক খসড়ারূপ ও চিন্তাজগতের পরিচয় যেমন এতে রয়েছে, তেমনি আছে তাঁর কবিতা ও ভাবনাবিন্দুর নিজস্ব গদ্যশৈলী, স্মৃতি-স্বপ্ন-আবেগ ও ভালোবাসার অকপট প্রকাশ। ফ্রিদা-রচিত ডায়েরির পরিপূর্ণ রূপ এতে পরিস্ফুট হবে না হয়তো, কিন্তু যতটা পাঠক তার হৃদয়ে গেঁথে নিতে পারবেন তাতেই এক মেক্সিকান নারী চিত্রশিল্পীর ঝঞ্ঝাবিক্ষুব্ধ জীবনতরঙ্গের ছোঁয়া পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। এক অর্থে প্রাঞ্জল ভাষায় লেখা গ্রন্থটি এদেশের চিত্রপ্রেমীদের ফ্রিদা কাহ্লোর সঙ্গে একাত্ম হতে সাহায্য করবে, দেখাবে চিত্র-রচনাশৈলীর নববিন্যাসের পথ – এমনটি আশা করা যেতেই পারে।

n আহমেদ রহমান

 

Leave a Reply